বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ায় ব্রিটিশ ধাতব মুদ্রাসহ শাহীন আলী(৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩ই জুলাই) রাত সোয়া ১১টার দিকে শহরের শাপলা সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক শাহীন লতিফপুর বিহারী কলোনী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে। রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-১২ বগুড়া।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা বা কয়েন দ্বারা বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের প্রতারিত করে আসছে এক প্রতারক চক্র। এই প্রতারক চক্র নিরীহ মানুষদের মাঝে অপপ্রচার করে বলে যে, এই ধাতব মুদ্রা যদি জাহাজে রাখা হয় তাহলে জাহাজ পানিতে ডুবে না।
প্রতারক চক্র নানা কৌশলে তাদের লোভনীয় কথা বলে, এটার দ্বারা বিমানকে নামিয়ে আনা যায়, যত বেশি এই মুদ্রা পানিতে ভেসে থাকবে তত দাম হবে এবং এসব নাসার স্যাটালাইটের কাজে লাগে।
এ নেশায় বগুড়াসহ দেশের অনেক মানুষের পকেট কেটেছে এই প্রতারক চক্র। অনেক মানুষ এই প্রতারক চক্রের লোভে পড়ে পথের ফকির হয়েছে। পরে টাকা উশুলের ধান্দায় তারাও নেমেছে একই পথে। নেশা একটাই যদি ধাতব মুদ্রা পাওয়া যায়।
এই ঘটনাটি র্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দলের নজরে আসে এবং ধাতব মুদ্রা প্রতারক চক্রকে আটক করার জন্য গোয়েন্দা তৎপরতা চালায়।
পরে র্যাব শহরের শাপলা সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৫৫ টি পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা, মুদ্রা তৈরীর ছাচ, মোবাইল এবং নগদ ৩০ হাজার ৩০০ টাকাসহ শাহীন আলীকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামী মুদ্রাগুলো বিভিন্ন ভাংগাড়ির দোকান থেকে ক্রয় করে কেমিক্যাল দিয়ে বিভিন্ন ছাপ দিত। পরে সেগুলো রোদে শুকানোর মাধ্যমে আগুনে পুড়িয়ে এসিড দিয়ে নিমজ্জিত রেখে ধাতব মুদ্রা তৈরী করে।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, উদ্ধারকৃত ধাতব মুদ্রার মূল্যে কোটি কোটি টাকা বলে শাহীন প্রতারণা করত। এছাড়া সে এলাকায় প্রতারক বলে পরিচিত এবং তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে।
র্যাব -১২ বগুড়ার সচেতনতা তৈরি করতে নানা ধরনের কর্মকান্ড করে যাচ্ছেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply