আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর শিথিলের ২য় দিন কুলাউড়া শহরে উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (১৬ জুলাই ) বেলা বাড়ার সাথে সাথে প্রধান সড়কের যানজটে নাকাল ছিলো শহরের অবস্থা।
শহরের দক্ষিণ বাজার, স্টেশন চৌমুহনী, মিলিপ্লাজা, বাসস্ট্যান্ড এলাকা ঘুরে মানুষের ভিড় দেখা যায়। তবে শহরে বাস যাত্রীর তুলনায় সিএনজি অটোরিকশা ও রিকশায় যাত্রী সংখ্যা ছিলো চোখে পড়ার মতো।
সকালে মানুষের তেমন যাতায়াত দেখা না গেলেও দুপুর ১২টা পর থেকে শহরে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে শহরের বিভিন্ন এলাকায় মানুষের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়।
এদিকে শুক্রবার সকাল থেকে কুলাউড়া থেকে বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন বের হতে দেখা গেছে। সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী ও ঢাকাগামী দুটি ট্রেন কুলাউড়া রেল স্টেশনে এসে ছেড়ে গেছে।
অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক পড়ার ভান করে থুতনিতে সাজিয়ে রেখেছেন। চলাচলের ক্ষেত্রে কেউ সামাজিক দূরত্ব রাখার চেষ্টাও করতে দেখা যায় নি। বেশীরভাগ মানুষ বের হয়েছেন ঈদের কেনাকাটা করতে। কেউ কেউ বের হয়েছেন ঘরের খরচ কিনতে। এদের মধ্যে নারী সংখ্যা ছিলো তুলনামুলক বেশী। রাস্তা, মার্কেট, শপিং ও দোকানপাটে নারীদের উপচেপড়া ভিড় ছিলো লক্ষণীয়।
কুলাউড়ার সচেতন মহলের দাবি, লকডাউন শিথিল হলেও মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে সেদিকে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকুক। নতুবা খুব খারাপ পরিস্থিতির মুখোমুখী হতে কুলাউড়াবাসীকে।
Leave a Reply