মোঃ শহীদ ফরাজী, মনপুরার প্রতিনিধি ঃ-
ভোলা মনপুরা উপজেলায় লকডাউনের চতুর্থ দিনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
সরদারের দেওয়া ১লা জুলাই থেকে ৭দিনের
আজ চতুর্থ দিনে (৪জুলাই) মনপুরা উপজেলার
দুটি মোবাইল কোর্ট এর টিম কঠোরভাবে মাঠে দায়িত্ব পালন করেই যাচ্ছে।
সকাল থেকে উপজেলার
প্রাণকেন্দ্র
হাজীরহাট সদরের বিভিন্ন স্থানে পুলিশ কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছে।
বিকালে মনপুরা উপজেলার বিভিন্ন হাট বাজারে
প্রশাসনের মোবাইল কোর্ট এর অভিযান চালানো হয়।এসময় পথ যাত্রীদের জিজ্ঞেসাবাদ করার চিত্র দেখা যায়।
এসময় ঔষধের দোকান ছাড়া প্রায় দোকান বন্ধ ছিল।
দিন ব্যাপি অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ সামীম মিঞা
অভিযান চালিয়ে ৮জনকে ৩৯০০(তিন হাজার নয়শত টাকা) জরিমানা করেন।
এর পাশাপাশি মানুষকে সুরক্ষীত থাকার পরামর্শ দেন।
বিশেষ করে মাক্স ব্যবহার করা এবং অতিপ্রয়োজন ছাড়া বাহিরে
বের না হওয়ার সুপরামর্শ দেন।
লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন,,করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষে
উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply