জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লোকে লোকারন্য লক্ষ্মীপুরের ঈদের বাজার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেড়েছে সব রকম বেচা-বিক্রি। অনেকটা ব্যাস্ত সময় পার করছেন এখানকার বিক্রেতারা। পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তবে বাহারি সব পোশাকের পাশাপাশি নতুন কিছু পোশাক কেড়েছে এখানকার নারী ক্রেতাদের মনোযোগ। এবার পোশাকে নারীদের পছন্দ তালিকায় শীর্ষে রয়েছে ‘নায়রা’ নামীয় একটি পোশাক। দেশে ও ভারতে তৈরি হওয়া এসব নায়রা প্রতি পিস বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটে মায়ের সাথে নায়রা ড্রেস কিনতে আসা আট বছর বয়সী ছোট্ট সামিরা বিনতে জাহাঙ্গীর বলেন, আমি এবার ঈদে নায়রা জামা কিনেছি। দাম ও মান সম্পর্কে জানতে চাইলে শিশুটির মা সায়লা আফরোজ বলেন, দাম কিছুটা বেশি মনে হচ্ছে। ৮ হাজার টাকা দিয়ে ড্রেসটি কিনেছি। মেয়ের শখের কাছে এ অর্থ কিছুই না।
নায়রা ছাড়াও এখানকার বিপনী বিতানগুলোয় বিক্রি হচ্ছে, ঘাগড়া, চারকানি,সারোরসহ মেয়েদের বাহারি সব পোশাক। নায়রার পরেই এবারের ঈদে উঠতি বয়সী মেয়েদের পছন্দ তালিকা রয়েছে চারকানি ও সারোরার স্থান।
শুধু মেয়েদের পোশাক নয় ছেলেদের পোশাকের ক্ষেত্রেও লক্ষ্মীপুরে দেখা গেছে বৈচিত্র্য। অন্যসব পোশাকের তুলনায় পাঞ্জাবিতে অধিক গুরুত্ব বরাবরের মতো এবারও লক্ষ্য করা গেছে। সুলতান ব্রান্ডের বাহারি ডিজাইনের পাঞ্জাবি কেড়েছে ক্রেতা আকর্ষণ। তাছাড়া অধিক জনপ্রিয় হয়ে উঠেছে ইলিয়ান, পেস টু সহ বেশ কয়েকটি ব্রান্ডের পাঞ্জাবি। ইলিয়ানের শো-রুম না থাকলেও লক্ষ্মীপুরে থাকা বাকিসব ব্রান্ডের শো-রুমে দেখা মিলেছে ক্রেতাদের অত্যাধিক উপস্থিতি। সুলতান থেকে পাঞ্জাবি ক্রয় করে আবদুল কাদির জীবন নামের এক ক্রেতা বলেন, পছন্দের পাঞ্জাবিটি কিনতে পেরে আমি খুব খুশি। দাম সাধ্যের মধ্যে রয়েছে। তার চেয়ে বড় কথা হলো, ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সুলতানের ব্রান্ড অ্যাম্বাসেডর। প্রসঙ্গ ছাড়িয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের কড়া ভক্ত বলেন জানান তিনি।’
লক্ষ্মীপুর জেলা শহরে ঈদ শপিংয়ে এমন উপচে পড়া ভীড় ও উচ্ছ্বাস দেখা গেলেও তার দুই-তৃতীয়াংশেরও দেখা মেলেনি জেলার বাকি চারটি উপজেলা শহরে। সরেজমিনে উপজেলাগুলোর মধ্যে রায়পুর ও রামগঞ্জের বিপনি বিতানগুলোয় দেখা যায় একপ্রকার ক্রেতা শূন্য অবস্থা। জেলা শহরের তুলনায় তুলনামূলক ভাবে এ দুটি উপজেলায় ক্রেতাদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
এ সময় ঈদের সার্বিক নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের বরাত দিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, শপিং মলসহ শহরের কোথাও যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক নির্দেশনায় রায়পুর থানা পুলিশ ইতোমধ্যেই ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদানের কাজ শুরু করেছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিতে একই পদক্ষেপ নেওয়া হয়েছে মর্মে জেলা পুলিশ সূত্রেও জানা যায়।
Leave a Reply