শিবগঞ্জে আলুর জমিতে হামলা, বীজ আলু নষ্টের অভিযোগ! এবং প্রান নাশের হুমকি
মো রেজোওয়ান আহম্মেদ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়ের মহিষট্ট গ্রামের মৃত মোঃ মোফাজ্জল হোসেন এর ছেলে কৃষক শাহা জালাল(৩৫) এর কোবলাকৃত কালকি মাঠের ২২ শতক স্বত্ব দখলীয় জমিতে কয়েক দিনপূর্বে বীজ রোপন করেন। হঠাৎ করে একই গ্রামের প্রতিপক্ষ মফিজ উদ্দিন(৪০) তার পরিবার লোকজন সহ বহিরাগত কিছু লোকজন সঙ্গে নিয়ে এসে রোপনকৃত আলু উপরে ফেলে নষ্ট করে।
এ সময় মোঃমোফাজ্জল হোসেন বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ সহ ৩ জন গুরতর আহত হয়। আহতরা হলেন কৃষক শাহাজালাল এর স্ত্রী জাকিয়া (২৫) ও বুলু মিয়া। এব্যাপারে কৃষক শাহাজালাল বলেন আমার কোবলাকৃত জমিতে প্রতিপক্ষরা জোর পূর্বক ভূয়া কাগজ পাতি সৃষ্টি করে জবর দখল করতে চায়। আমি ও আমার পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে আমাদের মারপিট করে আহত করেন।এবং প্রান নাশের হুমকি দেয়।আমি এখন নিজের জিবন নিয়ে সংশয়ে আছি।
Leave a Reply