মো:ওসমান গনি: শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তাঁরা। প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে শিক্ষার্থীরা স্কুল গেট থেকে শুরু করে আমতলী বাজার প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
একাধিক শিক্ষার্থী বলেন, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসদাচারণ, যৌন হয়রানি ও অর্থ আত্নসাতসহ নানা অভিযোগের কারণে আমরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। প্রশাসনিক, পাঠদান, ও দাপ্তরিক কাজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ সময়ের দাবি বলে আমরা মনে করি।
এবিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার সেটা পর্যবেক্ষণ করে এবং প্রধান শিক্ষক হাবিবুর আলম কে লিখিতভাবে চাকরি থেকে অপসারণ ঘোষণা করে, এরপর সাধারণ শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়।
Leave a Reply