মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে তান্ত্রিক পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ সহ নিঃসন্তান মহিলাদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার বিহার ইউনিনের বিহার ফকির পাড়া গ্রামের আহাজার আলী ফকিরের ছেলে রুম্মান হাসান (২৪) নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে আদধাতিক জগতের জ্ঞান লাভ করেছে বলে নিজেকে জাহির করে।
যাদু বিদ্যার মাধ্যমে কথিত তান্ত্রিক মানুষের সকল রোগ ভাল করে বলে জানা যায়। ওই তান্ত্রিকের চিকিৎসা নেওয়া এমন কিছু রোগীর সাথে কথা বলে জানা যায়, এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা অধিকাংশ নারী এবং নিঃসন্তান ও প্রবাসীর স্ত্রী। সুযোগ বুঝে এই প্রতারক কথিত তান্ত্রিক ঔষধের পরিবর্তে যৌন উত্তেজক তরল দ্রব্য খাওয়ায়ে দিয়ে, জ্বিন হাজিরের নামে ঘরের বাতি নিভিয়ে দিয়ে অসহায় নারীকে যৌন হয়রানি করে থাকে।
শুধু তাই নয় এই কথিত তান্ত্রিক ধর্নাঢ্য রোগী পেলে চিকিৎসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশ জানতে পেরে শনিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ঔষুধ, যাদুর ঝুলি ও মানুষের মাথার খুলি সহ তাবিজ কবজ উদ্ধার করে।
এ বিষয়ে তান্ত্রিকের প্রতারণার শিকার চককানু গ্রামের জনৈক স্বাধীন আলী কে প্রতারণার মাধ্যমে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে এমন গুজব ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা অভিযোগের প্রেক্ষিতে ওই তান্ত্রিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, কথিত তান্ত্রিক এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে ও মহিলাদের সঙ্গে যৌন হয়রানি সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply