জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই সরকারি নির্দেশনা অনুয়ায়ী এবছর ও পরের বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে অংশগ্রহন করে। যথারীতি সরকারের তরফ থেকে ছিলো শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা। যার পুরোটাই নিশ্চিত করেছে লক্ষ্মীপুর জেলায় শিক্ষা ও অন্যান্য শিক্ষা মূলক কার্যক্রমে শীর্ষে থাকা বিদ্যাপীঠ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ।
শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টার মধ্যে ২০২১ইং ও ২০২২ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ও শিক্ষার্থীদের ব্যাক্তিগত ব্যবস্থাপনায় উপস্থিতি নিশ্চিত করে ঐ প্রতিষ্ঠান। একই পদ্ধতিতে সকাল দশটা নাগাদ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে উপস্থিত হয় এবছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীরা।
তবে প্রতিষ্ঠানে পাঠদান চালুর প্রথম দিনে উপস্থিতির সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন শতভাগ স্বাস্থ্যবিধি মানায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানে কর্মরত সকলকে ধন্যবাদ জানান। তাছাড়া শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও গ্রহন করা হয় কার্যকর ব্যবস্থা। শিক্ষার্থীদের তাপমাত্রা পরিক্ষা, সাবন-পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।
আগে থেকেই তৈরি ছিলো স্বাস্থ্য ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিভাগ। শ্রেণিকক্ষেও আসন বিন্যাসে মানা হয়েছে প্রয়োজনীয় শারিরীক দুরত্ব।
উল্লেখ্য যে গত ৮ই মার্চ ২০২০ ইং দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তার পরিপেক্ষিতে গত ১৭ই মার্চ ২০২০ ইং থেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ১২ই সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদান শুরু করেছে সরকার।
Leave a Reply