মোঃ জাকারিয়া। সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাব’র সাধারন সম্পাদক অলিউর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পদক পেয়েছেন।
গত শুক্রবার (২৫ জুন) সকালে রাজধানী ঢাকার সেগুন বাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাচা ভবনে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্টিত হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহা সচিব আরকে রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্টপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ও শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা মঞ্জুরুল হক সিকদার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারন সম্পাদক লায়ন মজিবুর রহমান হাওলাদার, নীলফামারী চেম্বার অব কমার্সের পরিচালক মতিউর রহমান দুলু প্রমূখ।
উল্লেখ্য শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ দেশের নানা বিষয়ের উপর কাজ করা সফল ব্যক্তিদের খোঁজ নিয়ে কাজের স্বীকৃতি স্বরুপ শেরে- বাংলা পদক দিয়ে থাকেন। এ হিসেবে সাংবাদিকতায় বিশেষ অবধান রাখায় ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমানকে শেরে- বাংলা পদকটি দেয়া হয়।
এদিকে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমানকে সাংবাদিকতায় বিশেষ অবধানে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করায়। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
Leave a Reply