সম্রাট হোসেন, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ৩টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন,জাহেদী ফাউন্ডেশন ১৫ টি অক্সিজেন সিলিন্ডার ও শৈলকুপা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি প্রবির কুমার সাহা বিদ্যুৎ ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের হাতে এসব সরঞ্জাম তুুলে দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ন আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা, জেলা যুব লীগের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, কৃষক লীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারন সম্পাদক শাওন শিকদার,স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সাহা, কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা,শান্ত মহারাজ,অর্জুন লস্কর,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন এমপি আব্দুল হাই ও জাহেদী ফাউন্ডেশনের পরিচালক কাইয়ুম সাহেরিয়ার জাহেদী হিজল।
ডাঃ রাশেদ আল মামুন বলেন,করোনার এই মহামারীর সময় সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে জীবন বাঁচবে অনেক মুমূর্ষ রোগীর তাই সমাজের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানদের প্রতি কঠিন সময়ে শৈলকুপার মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর উদাত্ত আহ্বান জানান ।
Leave a Reply