শোকের ছায়া পড়েছে ইয়াসমিনের গ্রামে বাড়িতে, সবাই দাবি নিষ্ঠুর স্বামী রনি ফাঁসি কার্যকর করা ঃ
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধি)ঃ
শনিবার (০৯ জানুয়ারী) ঢাকা তেজগাঁও নাখালপাড়া এলাকায় নিষ্ঠুর স্বামী রনি হাতে নিহত স্ত্রী ইয়ামিন ও শ্যালিকা শিমুর দাফন তাদের নিজ বাড়ি নরসিংদী জেলা রায়পুরার উপজেলা চর আড়ালিয়া ইউনিয়নে বাঘাইকান্দি গ্রামে সম্পূর্ণ হয়েছে।
গত শনিবার দুপুর প্রথমে শ্যালিকা শিমুকে বাসায় ঢুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর, তার মরা দেহ লুকিয়ে রাখে, এবং ইয়াসমিনের নিষ্ঠুর স্বামী রনি নিজেও খাঠের নিচে লুকিয়ে থাকেন। যখন রনির স্ত্রী ইয়াসমিন বাসায় দুপুরের খাবার খেতে আসেন তখন সে ইয়াসমিনকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। তখন স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন এবং রনিকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় লোকজন জানান, চার মাস আগে রনি সাথে ইয়াসমিনে ডির্ভোস হয়েছে। রনি জুয়ারি ছিলেন যার কারনে প্রায় সময় টাকা জন্য স্ত্রী ইয়াসমিন ও তার সন্তানদের মানুষিক নির্যাতন করতেন। তার কারনে রনিকে ডির্ভোস দিয়েছেন ইয়াসমিন। এর পর থেকে ইয়াসমিন দুই সন্তান রোকসানা এবং আদুরিকে নিয়ে তেজগাঁও নাখালপাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন, এবং নিজে কাজ করে সংসার চালাতেন। ইয়াসমিনের ছোট বোন শিমু এসেছিলেন বোনের বাসায় বেড়াতে, কিন্তুু তারও শেষ রক্ষা হয়নি নিষ্ঠুার রনির হাত থেকে। তাই এলাকায় বাসির দাবি রনি একমাত্র শাস্তি ফাঁসি। তাই এলাকায় বাসির দাবি মাননীয় প্রধানমন্ত্রী কাছে যেন রনি ফাঁসি দূরত্ব কার্যকর করা হয়।
Leave a Reply