হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:
গত ৫’ই জুলাই,২০২১ সাল।ফ্লোরেন্স,সাউথ ক্যারোলাইনা,যুক্তরাষ্ট্র।সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ থেকে আগত সুমাইয়া খান স্বর্ণা মারা গেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।স্বামী কামরুল হাসান মারাত্মকভাবে আহত।পাঁজরের হাঁড় সহ শরীরের অবস্থা ভীষণ নাজুক।ফ্লোরেন্সের MacLoad Regional Medical Center’য়ের ইমার্জেন্সীতে।দুই বছরের শিশু সন্তানও কোমায়।আটলান্টা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী নূর জিন্নাহ বিষয়টি টেলিফোনে প্রবাসের পরিচিত মূখ কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের অন্যতম নির্বাহী সিকদার গিয়াসউদ্দিনকে নিশ্চিত করেন।সমাজকর্মী নূর জিন্নাহ দেশের ও প্রবাসের সকলকে সুমাইয়া খান স্বর্ণার পবিত্র রুহের মাগফেরাত সহ মারাত্মকভাবে আহত সুমাইয়া খানের স্বামী কামরুল হাসান ও তাঁদের একমাত্র সন্তানের দ্রুত সূস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন। সাউথ ক্যারোলাইনায় অবস্থানরত বাংলাদেশীদ্র সুমাইয়া খান স্বর্ণার বাবা মীরপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ঢাকা সিটি আওয়ামী লীগ নেতা সেলিম খান ফোনে যোগাযোগ করার জন্য সবিনয় আবেদন জানিয়েছেন।সেলিম খানের ফোন নাম্বার:+৮৮০১৮১৮১৬০৮৪০ তাছাডাও বিকল্প হিসাবে আল আমিনের ফোন +৮৮০১৭১৪৪৫৪০২২’তে কোভিড-১৯ ও ডেল্টা ভ্যারিয়েন্টসের টালমাটাল সময়কালীন পরবর্তিতে কি করা যেতে পারে-যথাযথ পরামর্শ প্রদানের জন্য ও সাউথ ক্যারোলাইনাতে তেমন কেউ পরিচিতজন নেই বলে স্থানীয় বাংলাদেশীদের মানবিক কারনে ফোন করার জন্য বার বার বিনীত আবেদন জানিয়েছেন। সুমাইয়া খান স্বর্ণার মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং স্বামী ও সন্তানকে দ্রুত সূস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেএীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বাকসু’র সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগনেতা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চেীধুরী , বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বসির ঊদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,সাংবাদিক হেলাল মাহমুদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সর্বজনাব রমেশ নাথ, তোফায়েল আহমেদ চৌধূরী, ইঞ্জিঃ মোহম্মদ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট শাহ মোহম্মদ বকতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, ইলিয়ার রহমান, কায়কোবাদ খান ও আশাফ মাসুক,নিউইর্য়ক ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল ,নারীনেএী নুরুন নাহার মেরী,আওয়ামী লীগ নেতা সর্বজনাব মোল্লা মাসুদ, ইঞ্জি: হাসান, ছাদেকুল বদরুজামান পান্না, এ্যাডভোকেট নিজাম আহমেদ, মাহাবুবুল খসরু, সিরাজুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মমতাজ শাহনাজ ও রুমানা আকতার,শ্রমিক লীগ নেতা মঞ্জুর চৌধূরী, স্বেচ্ছাসেবক নেতা আশরাফ উদ্দিন, সুবল দেবনাথ, হাসান জিলানী ও ফরিদা আরভি ,শেখ হাসিনা মঞ্জের নেতা সর্বজনাব জাকির হোসেন হিরু ভূইয়া, মোহম্মদ আকতার হোসেন, জালালউদ্দিন জলিল, ইঞ্জিঃ মিজানুল হাসান, টি মোল্লা, নাদের আলী মাষ্টার, উলফাৎ মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা,যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ও খন্দকার জাহেদুল ইসলাম,মোঃ আলমগীর, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া, নাসিম পারভান পারু, ফিরোজ আহমেদ কল্লোল ,ফিরোজ মাহমুদ,জাহাংগীর কবির,আতাউর রহমান তালুকদার, শহিদুল ইসলাম, শারমিন তালুকদার ও রাহিমুল হুদা প্রমুখ।
Leave a Reply