মোঃ ইকবাল হোসেন :
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খাঁন বলেন, এই দুর্দিন বেশিদিন থাকবে না বিএনপির। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। নিরপেক্ষ ও অন্তবর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। সরকারের অধীনে আর নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা দলের নেতাকর্মীরা প্রস্তুতি নিন।
সোমবার (৩০ মে ২০২২ খ্রি:) বিকাল ৪টায় বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির আয়োজনে পার্টি অফিসে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাধারন মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে। ২০০১ সালের মতোই ধানের শীষে ভোট দিয়ে হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো। আপনারা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত নিন।
কাজী মনজুরুল আলম ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সেলিম,উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর,উপজেলা যুবদলের সদস্য সচীব রুবেল কাজী,পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,পৌর ছাত্রদলের সদস্য সচীব মনোয়ার হোসেন টিপু পণ্ডিত,যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পাশা প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন খাঁন।
Leave a Reply