সাদুল্লাপুর এর ধাপেরহাটে অটো ভ্যান ছিনতাই
সাদুল্লাপুর উপজেলা গাইবান্ধা প্রতিনিধি মো রিওন প্রামানিক জনি
গত ২২-৬-২০২১, রাত ৯ টার ঘটনা। অজ্ঞাত মানুষটি ছিলো একজন অটো চালক। ধাপেরহাট পল্টনমোড়ে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। কতিপয় অটো ছিনতাইকারী তাকে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার অটো ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। তিনি তার নাম, ঠিকানা সঠিক বলতে ভাবে পারছিলো না। তবে কিছু সময় যাওয়ার পর সে কথা বলতে পারে এবং জানায় তার নাম নাজমুল হক, বাড়ি মাদারগঞ্জ। গ্রাম(তাহেরপুর) সে বলে, মাদারগঞ্জ থেকে দুই জন পুরুষ ও একজন মহিলা তার ভ্যান টি ভাড়া করে এবং ধাপেরহাট এর উদ্দেশ্যে রওয়ানা হয়। তারা রাস্তার মধ্যে এনার্জি ড্রিক স্পীড এর সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ায়। তারপরে সে যখন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে তখন ছিনতাইকারীরা তাকে ধাপেরহাট ( পল্টনমোড়) মাদ্রাসা এর সামনে ফেলে রেখে আটো নিয়ে পালিয়ে যায় ।এলাকা বাসিরা তাকে বেহাল অবস্থাতে দেখতে পায় এবং প্রথমে মৃগি রোগী মনে করে। পরে জানা যায় যে, তার ভ্যান ছিনতাই করে তাকে ছিনতাইকারিরা এই অবস্থায় রেখে গেছে । এর পর তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং পরিচয় সূত্রে শহিদুল ইসলাম নামক এক ব্যাক্তির সাহায্যে তার পরিবারকে জানানো হয়।স্থানীয় সংবাদ কর্মী” ৯৯৯ “এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে।পরবর্তীতে মামলার জন্য
যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে তাকে তার পরিবার এর কাছে হস্তান্তর করেন।
Leave a Reply