সাদুল্লাপুরে জমি অধিগ্রহনে ন্যায্য মূল্য না পাওয়ায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাদুল্লাপুর ( গাইবান্ধা) প্রতিনিধিঃ মো রিওন প্রামানিক ( জনি )
ঝড় বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় মহাসড়কের জমি অধিগ্রহণের একই শ্রেনীর জমির মূল্য নির্ধারণের বৈষ্যমের স্বীকার ভুক্তভোগী ভূমি মালিকদের অংশ গ্রহনে ২ ঘন্টা ব্যাপী ঢাকা রংপুর মহাসড়কের উপরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮মে) সকাল হতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনেক মানুষ অংশ গ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু,জেলা সেচ্ছা সেবকলীগের সদস্য শরিফুল ইসলাম প্রমানিক,ভুক্তভোগী জমির মালিক তৌহিদুল ইসলাম বিপ্লব,মিজানুর রহমান,অজিত সাহা,স্বপন সাহাসহ অন্যান্যরা।
বক্ত্যরা বলেন, ভূমি অধিগ্রহণে পাশ্ববর্তী হাসানপাড়া গ্রামের প্রতিশতাংশ জমির মূল্য নির্ধারন করা হয়েছে তিনগুণে ৬০ লক্ষ টাকা, অপরদিকে পালানপাড়া মৌজায় একই শ্রেণীভুক্ত জমি মূল্য ধরা হয়েছে তিনগুণে ৭১৮৩৫ টাকা। অথচ দু বছর পূর্ব থেকেই দুটি মৌজার জমির মূল্য প্রায় সমান সমানে ক্রয়-বিক্রয় চলছে। গত দুবছর পূর্ব পালানপাড়া মৌজায় ক্রয়-বিক্রয়ে মূল্য ছিলো। একশতাংশ জমির বিক্রি মূল্য ছিলো ১০ লক্ষ টাকা। বর্তমানে তা আরও বেশী। সেখানে ভুমি অধিগ্রহণে মূল্য ধরা হয়েছে প্রতি একর ২৩৯৪৫৪৬ টাকা প্রতি শতাংশ ২৩৯৪৫ টাকা মাত্র। জমির প্রকৃত মূল্য না পাওয়ায় ফুসে উঠেছে ক্ষতি গ্রস্ত ভুমি মালিকরা।
এই বৈষম্য মূলক মূল্য নির্ধারণ বাতিল করে জমির ন্যায্য মূল্য নির্ধারণে রংপুর বিভাগীয় কমিশনার, গাইবান্ধা জেলা প্রশাসক, সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।
Leave a Reply