সাপ খেলায় পেট বাঁচে না বেদেদের।
মোঃ বাবুল রানা ভোলা জেলার প্রতিনিধি
মেঠো পথ ধরে বেসে আসা চিরচেনা বেদেদের সেই সুর, খা – খা বখখিলারে খা, কাঁচা ধইরা খা- কিংবা সিঙ্গা লাগাই, দাঁতের পোকা ফালাই ইত্যাদি আর শোনা যায় না।
ডিজিটাল যুগে বেদে- বেদেনিদের এসব সুর এখন আর কারও মনে নাড়া বা সাড়া দেয় না।
ফলে বিষ ধর সাপ নিয়ে খেলার সেই বেদেরা এখন খুব অসহায়।
খেলা দেখিয়ে আর পেট চলে না তাদের। ও ইসব বেদেরা এখন সড়কপথে কিংবা বিভিন্ন হাট- বাজারে সংলগ্ন স্হানে ছোট- ছোট ঝুপাড় ঘর তুলে বসবাস করে।
সেখান থেকেই সাপ খেলার পাশা- পাশি বেদেনিরা তাবিজ কবজ নিয়ে বেড়ায় মেঠোপথে। আজ তাদের ভিন্ন পথে চলতে হচ্ছে, তাদের অনেকেই এরই মধ্যে পেশা বদল করতে বাধ্য হয়েছে । এই অবস্থায় এখনো যারা এ পেশাকে আগলে রেখেছে তাদের জীবন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
এদের বিভিন্ন জেলায় নদীর তীরের চরে তাঁবু খাটিয়ে ছোট ছোট পরিবেসে ঘরের সাথে আরেক ঘর। সর্দারের সাথে কথা বললে সর্দার বুকে কষ্ট নিয়ে জবাব দেন, তারা পেটের দায়ে বিভিন্ন অঞ্চেলে কর্মক্ষেত্রের ওপর নির্ভর করে কোনো জায়গায় এক মাস থেকে দেড় মাস পযন্ত থাকি।
এখন বছর ৯ মাস আমরা জীবিকা নির্বাহের বাব- দাদারা নৌকাতেই বসবাস করি এই পড় বাড়িতে যাই। সর্দার আরও জানান ওখন আয় কমে গেছে তাই পেশায় না থাকার অনেকেই পরিবাবই অন্য পেশায় চলে যাচ্ছে।
বাংলাদেশের নাগরিক হয়েও কোনো সুযোগ সুবিধা না পেয়ে দুঃখে জীবন চালাতে হয়। সর্দার বলেন সাপ খেলায় ওখন আর পেট চলে না।
কেউ দিচ্ছে বিভিন্ন রোগের ঝাড়ফুঁকও তাবিজ কবজ, আবার কেউ বিক্রি করছে শাড়ি, চুরিসহ প্রসাধনী, কেউ কেউ ভানুমতির খেলা ও জাদুমন্ত্র নিয়ে হাজির হচ্ছে হাট বাজারে।
Leave a Reply