মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
শনিবার (১ই জুলাই ২৩ইং) দিনভর ঝুমঝুম বৃষ্টি, আর বৃষ্টিস্নাত কর্দমাক্ত মাঠেই যেন একসময়ের ক্রিকেট প্রেমীদের হারানো স্মৃতি খুঁজে পাওয়ার আনন্দ। ব্যতিক্রমি আয়োজন ও লক্ষাধিক টাকা বাজেটে বগুড়ার কাহালুতে অনুষ্ঠিত হলো পৌর কিংবদন্তী ক্রিকেট টুর্নামেন্ট, যার অংশগ্রহণকারী খেলোয়াড়রা সবাই সাবেক ক্রিকেটার।
একসময় প্রতিটি বিকেল, বন্ধের দিন বা কোন বিশেষ দিনগুলোতে যারা সমস্ত ভালোবাসা উজার করে ক্রিকেট মাঠে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতো পেশাগত কারণে আজ তারা খেলাধুলার জগৎ থেকে অনেক দূরে।
উপজেলা চেয়ারম্যান, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, উন্নয়ন কর্মী, ব্যবসায়ী ও প্রবাসী সহ বিভিন্ন পেশায় জীবন ও জীবিকার টানে একেকজন একেক জায়গায় অবস্থান করলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা বা দূর্বলতা কোনটাই কমেনি তাদের।
আর তাইতো পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কাহালু পৌরসভার সাবেক ক্রিকেটারদের উদ্যোগে কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ ও দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩দিন যাবৎ বৃষ্টিস্নাত মাঠ একটুতেই কর্দমাক্ত হয়ে খেলার অনুপোযগী হয়েছে, কিন্তু ক্রিকেটের টান দমাতে পারেনি কোন বাঁধা। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি আসা সাবেকরা ৪টি দল যথাক্রমে কিংবদন্তী টাইগার, কিংবদন্তী রেডসান, কিংবদন্তী রাইডারস ও কিংবদন্তী ভাইকিংস নামে টিম গঠন করে আয়োজন করে নক আউট টুর্নামেন্ট।
খেলায় চ্যাম্পিয়ন হয় কিংবদন্তী রাইডারস একাদশ। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়ারকে জার্সি, ট্রাউজার ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। সবশেষ রাতে খেলোয়ারদের নৈশভোজের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকদের পক্ষ হতে জানানো হয়।
Leave a Reply