মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও প্রবল বর্ষণে সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। মঙ্গলবার বিকেল ৩টায় সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ৪৬ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার চরাঞ্চল কাজলা, চালুয়াবাড়ি, কর্ণিবাড়ী, বোহাইল, চন্দনবাইশা, কামালপুর ও রৌহাদহ এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।অনেক বসত বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় বেশ কিছু পরিবারের লোকজন গৃহস্থালি সামগ্রীর মালামাল এবং গবাদী পশু নিয়ে পার্শ্ববর্তী উচু ভিটায় ও বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বন্যায় ৯ হাজার পরিবারের ৩৮ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৪৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, বন্যার পানিতে রোপা আমন, বীজতলা, সবজি, মাসকালাইসহ ৯০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ১৩ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে মঙ্গলবার বিকেল ৩টায় বিপদ সীমার ৪৬ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়।
Leave a Reply