1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
ad

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৬ Time View

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

এসএমএ কামাল পারভেজ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক
অভিবাসী দিবস পালিত হয়েছে।
অভিবাসী দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে ফেস্টুন-প্লাকার্ড
সহ বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর’২০ইং) সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)চৌধুরী মোঃ গোলাম রাব্বী।
তিনি বলেন, দক্ষ শ্রমিকের অধিক আয়,অদক্ষ শ্রমিকের নিম্ন আয়।
যারা দক্ষ শ্রমিক, তাদের আয়ের পরিমাণ দিনদিন বেড়ে যায়। কারণ বহির্বিশ্বে দক্ষ জনশক্তির মূল্য সবচেয়ে বেশি। তাই আর অবৈধ পথে বিদেশ গিয়ে জেল জুলুমের স্বীকার হওয়া কিংবা মৃত্যু কে ডেকে এনে দেশের সুনাম বিনষ্ট না করে দক্ষ শ্রমিক হয়ে বৈধ পথে বিদেশে গিয়ে দেশের জন্য সুনাম কুড়ানো এবং দেশের জন্য রেমিট্যান্সের পরিমাণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক চৌধুরী মোঃ গোলাম রাব্বী বলেন, এই রেমিট্যান্সের টাকায় দেশকে আরাে সমৃদ্ধশালী করতে দক্ষ শ্রমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সরকারী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে যুগোপযোগী শ্রমিকে পরিণত করার বিকল্প নেই। তথ্য-প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষ মানবশক্তি তৈরীতে প্রযুক্তি জ্ঞান এবং ভাষার দক্ষতা অর্জন করার দিক টিও তিনি বিশেষ ভাবে তুলে ধরেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং প্রবাসী কল্যাণ শাখার কর্মকর্তা
ইসরাত জাহানের সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ ব্র্যাক আরএসসি ম্যানেজার আব্দুল মাজেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে
স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (টিএমটি)’র অধ্যক্ষ জিয়াউল হক, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ , ব্রাক-সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম , দুবাই প্রবাসী সেলিম হোসেন, এহিয়া খান সহ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মোঃ গোলাম রাব্বী।আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি