কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত উল্ল্যা (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ০৮টার সময় উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সিফাত উল্ল্যা ওই এলাকার মোঃ ফিরোজ মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অটোরিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুৎতের ছেড়া তার স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম নজরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply