1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭ জুয়ারি আটক - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
ad

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭ জুয়ারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৮৯ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭ জুয়ারি আটক

সোহেল মিয়াঃ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার হতে ৭ জোয়ারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। ২০-৬-২১ রবিবার রাত ১১: ২০ মিনিটে দোয়ারাবাজার থানার এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই শরীফ মিয়া, এএসআই আকছির মিয়া সংগীয় ফোর্সসহ বালিউড়া বাজারে অভিযান পরিচালনা করে তাসের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায়।

উপজেলার নরসিংপুর ইউনিয়নের – ১। ফুলকার গ্রামের মৃত: ইন্তাজ আলীর পুত্র- তৈয়বুর (৪২), ২। মৃত: তাফির আলীর পুত্র- আরজ আলী (৫০), ৩। বালিউড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র – আব্দুল আজিজ (৪০), ৪। লামাসানিয়া গ্রামের মৃত: আব্দুল মোতালিবের পুত্র- মোঃ হোসাইন আহমদ (৪২), ৫। বালিউড়া গ্রামের মৃত: সমর আলীর পুত্র- আব্দুল আহাদ (৫১), ৬। মৃত: আব্দুল বাতেনের পুত্র-আবুল হোসেন (৪২), ৭। খালপাড় গ্রামের মৃত জহুর আলীর পুত্র- ফারুকুল ইসলাম (৪৮) কে
বালিউড়া বাজারের আনোয়ার এর দোকান হতে জুয়া খেলা অবস্থায় নগদ ৫২ টি তাস ও জুয়ার বোর্ডে থাকা ৩,৪৯০ টাকা এবং একটি পুরাতন ভাঙ্গা পাঠিসহ গ্রেফতার করেন। পরবর্তীতে এসআই মোঃ মিজানুর রহমানের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানার মামলা নং- ১৩ তারিখ- ২১/০৬/২০২১ খ্রিঃ ধারা – প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ এর ৩/৪ রুজু করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আসামীদের আটক করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক /জুয়া -নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর পুলিশের পাশাপাশি প্রতি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। মাদক/জুয়ার বিরোদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি