এ,কে বিপ্লব।
ফেনী জেলা প্রতিনিধি
ইউনিয়নের কাতার প্রবাসী কামরুল ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে এক বৃদ্ধের ৩৬শতক জায়গা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭আগস্ট) রাতে ভূক্তভোগী ওই বৃদ্ধা নুর জাহান বেগম প্রকাশ বিয়াধন সাংবাদিকদেরকে এই অভিযোগ করেন। এবিষয়ে থানায় একটি প্রতারনা মামলা করারও প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নুর জাহান জানান, গত সোমবার(১৬আগস্ট) বিকালে তার ভাতিজা কামরুল জায়গা সম্পত্তিতে সমস্যা আছে বলে তাকে কৌশলে মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে একটি দলিলে সাক্ষর নেয়। পরবর্তীতে তার সন্দেহ হলে সে তার মেয়েকে জানায়। পরে মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করলে কামরুলের স্ত্রী নাছিরন আক্তারের নামে দলিল করা হয়েছে বলে জানা যায়। পরে এলাকাবাসীর তোপের মুখে পড়লে ওই জায়গা ফেরত দিবে বলেও স্বীকার করে কামরুল।
ওই বৃদ্ধার নাতি তামজিদ আহমেদ জানান, তার নানিকে যখন যখন মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নেয়া হয় তখন সাথে তিনিও জান। সেখানে তার থেকেও একটি দলিলে সাক্ষর নেয়া হয়। কিন্তু দলিলে কি লিখা আছে তা পড়তে দেয়া হয়নি তাকে।
এছাড়া কামরুলের বিরুদ্ধে তার বোনেদের ৯০শতাংশ জায়গাও প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তার বোন খালেদা আক্তার। খালেদা আক্তার এই প্রতিবেদককে বলেন, তার ভাই কামরুল ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে পৈত্রিক সম্পত্তিগুলো হাতিয়ে নিয়েছে। এনিয়ে সোনাগাজী সহকারি কমিশনার (ভুমি) লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কামরুল এই প্রতারনা ২০১৩সাল থেকেই করে আসছে। কৌশলে অন্যের জমি নিজের নামে জমা খারিজ করে নেয়ার অভিযোগ করেছে অনেকেই। একই বাড়ীর সম্পর্কে চাচা কামরুল হকের কিছু জায়গা নিজের নামে জমা খারিজ করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার জেঠিমা হালিমা খাতুনের ৯শতাংশ, চাচা গোলাম নবীর ৪শতাংশ জায়গা নিজের নামে জমা খারিজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এনিয়ে বেশ কয়েকজনের সাথেও একাধিক মামলা চলমান বলেও জানায় এলাকাবাসী।
এবিষয়ে অভিযুক্ত কামরুলের নিকট জানতে চাওয়া হলে তিনি প্রথমে এই জায়গা তার স্ত্রী ওই বৃদ্ধের থেকে ক্রয় করেছে বলে দাবি করেন। কিন্তু কতটাকার বিনিময়ে বিনিময়ে ক্রয় হয়েছে তা তিনি বলতে পারেননি। পরবর্তীতে সে তার ভুল স্বীকার করে ওই বৃদ্ধের জায়গা ফিরিয়ে দিবে বলে জানান।
এব্যাপারে তার স্ত্রী নাছরিন আক্তারের নিকট মূঠোফোনে জানতে চাওয়া হলে তিনিও কিভাবে ক্রয় করেছেন তার সঠিক কারন বলতে পারেননি। এবং কতটাকার বিনিময়ে ক্রয় করেছেন তাও তিনি বলতে পারেননি।
Leave a Reply