হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও চোলাই মদ উদ্ধার, আটক ছয়
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় হাটহাজারী মডেল থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চোলাই মদ উদ্ধার করেছে । এসময় অস্ত্র সহ এক ব্যক্তিকে এবং মদ বিক্রি ও বহনের দায়ে ৫ মদ কারবারীকে আটক করে পুলিশ।
হাটহাজারী থানা সুত্র জানায়, গত মঙ্গলবার রাতে রুটিন টহল চলাকালে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ আবুল বাশার ও এএসআই মোঃ আবুল কালাম ফোর্সসহ হাটহাজারী উপজেলার পূর্ব ধলই গ্রামের কাটিরহাট হতে সমিতিরহাট গামী রাস্তার উপর হতে মোঃ নাজিম উদ্দিন প্রঃ মানিক (২৫) কে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে তার কোমড়ের পিছনে পরিহিত লুঙ্গির দ্বারা বাঁধা অবস্থায় ০১টি কালো রঙের দেশীয় শর্টগান সদৃশ সচল একনালা বন্দুক উদ্ধার করা হয়।
একই দিনে অফিসার ইনচার্জের নেতৃত্বে ধলই ইউনিয়নের পশ্চিম সফিনগর গ্রামের আজিম গোমস্তা বাড়ীর ঘাটার সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ আব্দুর রহিম প্রঃ বাচা ড্রাইভার (৫৫), মোঃ জানে আলম ড্রাইভার (৪৫) ও মোঃ ওসমান গণি (৩৫) কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়। এছাড়া ফরহাদাবাদ ইউপিস্থ পশ্চিম ফরহাদাবাদ সেইফহোমের মেইন গেইটের সামনে উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মোঃ এরশাদ (২৮) ও মোঃ ওসমান গনি (৩৮) কে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সুত্র জানায়।
Leave a Reply