1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
হোটেল নুরজাহানে কোয়ারেন্টিনে থাকা নারীকে যৌন হয়রানির চেষ্টায় আটক একজন। - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
ad

হোটেল নুরজাহানে কোয়ারেন্টিনে থাকা নারীকে যৌন হয়রানির চেষ্টায় আটক একজন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৩৮ Time View

হোটেল নুরজাহানে কোয়ারেন্টিনে থাকা নারীকে যৌন হয়রানির চেষ্টায় আটক একজন।

 

আল আমিন আহমেদ নাঈমঃ সিলেট সদর প্রতিনিধি:
সিলেটে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে যৌন হয়রানি করেছেন হোটেল নুরজাহানের শাহীন নামের এক কর্মচারী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) নগরীর হযরত শাহ জালাল দরগাহ গেইটস্থ হোটেল নুরজাহানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত হোটেলের ওই কর্মচারী যুক্তরাজ্য ফেরত ওই নারীকে মোবাইলে ফোন দিয়ে বার বার বিরক্ত করে। এক পর্যায়ে রুমের ভেতর প্রবেশ করে যৌন হয়রানির চেষ্টা করে।

এসব বিষয় ওই নারী পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার বিবরণ শুনে পুলিশ শাহীন নামের ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জামাল আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কোয়ারেন্টাইন থাকা লন্ডন প্রবাসীর রুমে গিয়ে ওই নারীর হাতে পায়ে ধরে বিভিন্নভাবে যৌন হয়রানির চেষ্টা করে। শুরুতে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা পাত্তা দেয়নি।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই মিজান বলেন, খবর পেয়ে আমরা এসে শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।

এর আগে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসব যাত্রীর মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি