মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ (৪ নভেম্বর) মধ্যরাত থেকে ভোলার মেঘনা-তেঁতুলিয়াসহ দেশের সব নদীতে আবার ইলিশ ধরতে পাড়ি জমাচ্ছে জেলেরা। এজন্য জাল নৌকা নিয়ে প্রস্তুত হয়ে মধ্যরাত থেকেই মাছ ধরার উদ্দেশ্য পাড়ি জমাচ্ছে নদীতে। শীতের আগেই ইলিশ ধরে মহাজনের ধারদেনা পরিশোধের স্বপ্ন তাদের। এবারের নিষেধাজ্ঞা সফল উল্লেখ করে ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের।
বুধবার (৪ নভেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেল ইলিশ ধরার জন্য জেলেদের প্রস্তুতি। তেমনি একজন তজুমদ্দিন স্লুইচঘাটের মাঝি জসিম উদ্দিন। ইলিশ শিকারে যাওয়ার জন্য ভাগিদের নিয়ে জাল নৌকা প্রস্তুতিতে ব্যস্ত তিনি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার মধ্যরাতেই সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন সঙ্গীদের নিয়ে।
জসিম উদ্দিনের মতো জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা-ট্রলার একই প্রস্তুতি নিয়েছে। জেলেদের উপস্থিতিতে ঘাটগুলো সরব হয়ে উঠেছে। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা-ট্রলার সারিয়ে নিচ্ছেন অনেকে। মৌসুমের বাকি সময় ইলিশ ধরে ধারদেনা পরিশোধের পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন।
জেলেদের মতো আড়ৎ মালিকরাও দাদনের টাকা ফিরিয়ে আনা ও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। তারা জানান, জেলেদের জালের ইলিশ জেলেদের যেমন আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনে, তেমনি এতে তারাও কিছুটা লাভবান।
মা ইলিশ রক্ষায় দেয়া নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা এস. এম. আজহারুল ইসলাম বলেন, অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
জেলায় প্রায় ২ লাখ মৎস্যজীবী রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত ১ লাখ ২০ হাজার জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময় সরকার ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার।
Leave a Reply