মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
আজ রায়পুর উপজেলায় “৩৩৩” থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ১০টি পরিবারের দ্বারে উপজেলা রেসপন্স টিমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে। করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) রোগ বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে রায়পুরের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে। অতীব জরুরি প্রয়োজনে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। পাশাপাশি কঠোর লকডাউনে আপনাদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে আছে উপজেলা প্রশাসন। তাই এই লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হলো । সহায়তা প্রার্থীকে দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।
খাদ্য সংকটে থাকা প্রকৃত অসহায় ব্যক্তি/পরিবারকে “৩৩৩” তে কল করতে অনুরোধ করা হলো। দ্বারে দ্বারে খাদ্য সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আপনার পাশেই আছে।
জনসেবায় এবং জনগণের দোড়গোড়ায় প্রশাসন।
Leave a Reply