আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটিঃ আলোকিত শাহজাদপুর
এসএমএ কামাল পারভেজ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৪০ সদস্য বিশিষ্ট শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (৭ ডিসেঃ’২০ইং) দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শাহজাদপুরের কৃতি সন্তান,রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল খালেক কে চেয়ারম্যান এবং শামসুন নাহার চাঁপা কে সদস্য সচিব করে গঠিত কমিটিতে দ্বিতীয় বারের মত সদস্য হওয়ার গৌরব অর্জন করেন শাহজাদপুরের আরেক কৃতি সন্তান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের সিনেট সদস্য ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরের দুই প্রজন্মের দুই প্রতিনিধি তথা নবীন-প্রবীণের এই মেলবন্ধনে আলোকিত এবং গর্বিত গোটা শাহজাদপুর বাসী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আফছারুল আমীন এমপি, আব্দুল কুদ্দুস এমপি, আব্দুস সোবাহান গোলাপ এমপি, এম এ মতিন এমপি, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম জাকির হোসেন, সোহেলী সুলতানা সুমী, প্রফেসর ডঃ জাকিয়া পারভীন (ঢাঃ বিঃ), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ঢাঃ বিঃ), প্রফেসর (অবঃ) মোহাম্মদ নুরুল্লাহ (রাঃবিঃ), প্রফেসর ডঃ পি এম সফিকুল ইসলাম (রাঃবিঃ), প্রফেসর ডঃ আবুল কাশেম (রাঃবিঃ), প্রফেসর প্রিয়ব্রত পাল (জঃ বিঃ), অধ্যাপক ডঃ এজেএম শফিউল আলম ভূঁইয়া (ঢাঃবিঃ), অধ্যাপক ডঃ কে এম সালাহ উদ্দীন (ঢাঃবিঃ), ডঃ শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ডঃ আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসেন আরা, সহযোগী অধ্যাপক জোবায়ের আলম (ঢাঃবিঃ), আলহাজ্ব কে এম আবিদুর রহমান লিটু, শিউলী আফসার, নুরজাহান আক্তার সবুজ, জেনিফার ইউসুফ বিনু, শেখ মোঃ মামুন-উর-রশিদ।
এছাড়াও কমিটিতে আরো রয়েছেন, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মতিউর রহমান লালটু, নুরুল ইসলাম বিজন, এস এম মনিরুল ইসলাম মনি, মোর্শেদুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন তালুকদার, তাপসী ব্যানার্জী, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, ছাব্বির হোসেন, মেহেদী জামিল এবং মুজাহিদুল হক সৌরভ।
Leave a Reply