পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ২১টি বিধিনিষেধ আরোপ করা হয়।
সকাল থেকেই পাথরঘাটায় মূল সড়কগুলোয় যান চলাচল ছিল বেশ সীমিত।
মূলত লকডাউনের মধ্যে যেসব অফিস খোলা রাখা হয়েছে, তার লোকজনের জন্যই দুই একটি মোটরসাইকেল ও রিকশা চলতে দেখা গেছে।
রাস্তায় পুলিশের পাশাপাশি , র্যাব, আনসার, মোতায়েন থাকতে দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মটর সইকেল থামিয়ে পরিচয়পত্র যাচাই করছিলেন।
এদিকে গতকাল বুধবার ঘোষণা করা ২১টি বিধিনিষেষের মধ্যে বলা হয়েছে, লকডাউন চলার সময়ে সব ধরণের গণ-পরিবহনসহ জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো যান্ত্রিক পরিবহনের চলাচল করতে পারবে না।
খোলা রাখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় মালামালের ও দ্রব্যধী (ফার্মেসী, মুদি দোকান, কুরিয়ার সার্ভিস এবং কাঁচাবাজার) সকল প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে সকল নিরাপত্তা নিশ্চিত করে খোলা রয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানা এএসআই শাহজাদার কাছে জিজ্ঞাসাবাদে তিনি বলেন সকলের সচেতনতা আমাদের রক্ষা করতে পারে এই ভাইরাস থেকে। বিগত দিনে পাথরঘাটার সকল মানুষ সচেতনতা ও স্বাস্থবিধি মেনে আসছে, পুলিশও তাদের সহযুগিতা করে আসছে এবং এই বর্তমানে চলমান লকডাউন সহ আমাদের দেশে যতদিন এই করোনা মহামারী থাকবে ততদিন পর্যন্ত সকলের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
Leave a Reply