ইলিয়াস হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ১০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ৩০ জন কৃষককে লাউ, কুমরা ও শসার প্রদর্শনী বিতরন করা হয়েছে। প্রতি কৃষককে ১০ প্যাকেট বীজ সহ ডিএপি সার ২০ কেজী, এমওপি সার ১৫ কেজী, জিপসাম ১০ কেজী, জিংক সালফেট ১ কেজী, ব্রোন ১ কেজী, জৈব সার ৪০ কেজী, সাইনবোর্ড ১ টি, রেজিস্টার ১ টি, নেট ২ থান, এবং পরিচর্যার জন্য নগদ ১৫শত টাকা দেয়া হয়েছে।
এর আগে সকাল ১০ টা থেকে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিয়াছে মো. মনিরুল ইসলাম উপ পরিচালক ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মো রিফাত সিকদার অতিরিক্ত উপ পরিচালক ঝালকাঠি, ইমরান বিন ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা কাঠালিয়া, রায়হানুল ইসলাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা বখতিয়ার উদ্দিন শান্ত, আসাদুজ্জামান খোকন, হাসিবুর রহমান এবং অদিতি রানী।
প্রদর্শনী পেয়ে কৃষকরা বলেন, কাঠালিয়া কৃষি অফিস থেকে আমাদের প্রান্তিক কৃষকদের মাঝে ভালো মানের সার ও বীজ দেয়া হয়েছে, পরিচর্যার জন্য খরচও দিয়াছে অফিস থেকে, এতে আমরা অনেক উপকৃত। কৃষি অফিস থেকে সব সময় কৃষকদের খোজ খবর নেয়। আশাকরি আমরা খুব ভালো ফলন পাবো।
Leave a Reply