আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৯৭০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।(১৯ জুলাই সোমবার) সকাল ১০ঃ৩০ ইউনিয়ন পরষিদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ঐ ইউনিয়নের ৯৭০ জন পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয় এর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ও বিতরন করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন)।এছাড়াও, ইউপি সদস্য আব্দুল মনাফ, উম্মর আলী, মোঃআব্বাছ আলী,ফজল আহমদ, এ কে সোহেল চৌধুরী, কালেক্টর সজল কুমার বৈদ্য, হিসাব রক্ষক সৈবাল ভৌমিক, ইউনিয়ন তথ্যকেন্দ্র পরিচালক ইফতেখার উদ্দিন বাহার ও গ্রাম্য পুলিশও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। জানা গেছে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ অব্বাহিত থাকবে।
Leave a Reply