জলঢাকায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজিয়া সুলতানা, জলঢাকা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, চেয়ারম্যান সমিতির সভাপতি সোহরাব হোসেন তুহিন, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আবেদ আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। প্রস্তুতি সভায় এবারের মহান বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply