মোঃসাইমুন হাওলাদার সোলায়মান স্টাফ রিপোর্টরঃ
জলবায়ু ধর্মঘট ও পদযাত্রায় অংশগ্রহণ করেছে পটুয়াখালীর তরুণ-তরুনীরা
বৈশ্বিক জলবায়ু আন্দোলন, ফ্রাইডেস ফর ফিউচার ” গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” জলবায়ু ধর্মঘট ও পদযাত্রায় অংশগ্রহন করেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মৌকরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও ইটবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্মুখে সমবেত তরুণরা নানা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। এবারের ধর্মঘটের মূল বিষয় হচ্ছে, আপরুট দ্য সিস্টেম বা নিয়ম উপড়ে ফেল অর্থাৎ বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষদের সুরক্ষিত করা।
ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ আন্দোলনের ব্যানারে তরুণ-তরুণী এই কর্মসূচিতে অংশ নিয়ে আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির ফুলঝুড়ির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানায়। এই আসে অনুষ্ঠিতব্য মিলান যুব সম্মেলন ও প্রিকপ সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর জেলা সমন্বয়কারী মোঃ জিয়াউল হক,
আরো উপস্থিত ছিলেন আহম্মেদ কাওসার ইবু
ইয়ুথ নেট প্রতিনিধি,
কবি ও কথাসাহিত্যিক
অধ্যক্ষ, ধূমকেতু একাডেমিক স্কুল
সাধারণ সম্পাদক, ৭১’র চেতনা, পটুয়াখালী জেলা
সভাপতি, নিয়তি যুব ফাউন্ডেশন
জেন্ডার প্রমোটার, মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালী জেলা
ও
আহম্মেদ সাকিব,অর্থী সরকার নিরব, ইয়ুথ নেট প্রতিনিধি সহ আরো অনন্য ইয়ুথ নেট প্রতিনিধি, প্রমুখ।
Leave a Reply