মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামে আবু হাজীর বসতঘর আশপাশের কয়েকটি ভাড়াটিয়া দোকান-পাটসহ আগুনে ভস্মিভূত প্রায় ৪০/৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ৮ মার্চ দুপুর সাড়ে ১২টায় হঠাৎ করে গৃহে আগুন লেগে গেলে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ সময় ইন্সপেক্টর সোলেমান আহমদের নেতৃত্বে একদল কর্মী নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপূর্বে এলাকার যুবকরা তৎপর থাকায় আগুন বেশিদূর যেতে পারেনি। মনতৈল গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র মজম্মিল আলী জানান, এগারো জনের সংসার চালাতে গিয়ে তিনি বিস্কুটের ব্যবসা খুলেছিলেন এবং মালিকের বাসার পাশে একটি দোকান কোঠা ভাড়া নিয়ে ব্যবসা করতেন। আগুনে তার প্রায় ৩ লাখ টাকার পুঁজি ভস্মিভূত হয়ে গেছে। আরেক ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া জানান, তার প্রায় আড়াই লক্ষ টাকার ফার্নিচার পুড়ে যায় আগুনে। পুড়ে যাওয়া বসতঘরটির বাসিন্দা ফাতেমা বেগম জানান, আগুনে তার সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ সময় তিনি মেয়ের কলেজ মৌলভীবাজার শহরে যান। তিনি সবকিছু হারিয়ে আজ পথের ভিখারীতে পরিনত হয়েছেন। হাওর, বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উপজেলা সভাপতি ইমরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে এসেছি। মহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার যুবক অয়েছ আহমদ জানান, স্বল্প সময়ে নিয়ন্ত্রণ করতে না পারলে আগুনে আরো অনেক ক্ষয়-ক্ষতি হতো। তিনি আরো জানান, সব পুড়ে গেলেও কোরআন শরীফের তিনটি অক্ষত কপি পাওয়া গেছে। মানবাধিকার কর্মী আব্দুল আজিজ জানান, আগুনে পরিবারটি ধ্বংস হয়ে গেছে। এখন সরকারি সহায়তা প্রয়োজন। জুড়ী থানার ওসি, ইউএনওসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের নেতৃত্বদানকারী পরিদর্শক সোলেমান আহমদ জানান, আগুন লাগার কারণ জানা যায় নি। ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করে প্রতিবেদন দেয়া হবে।
Leave a Reply