নওগাঁর পোরশায় ধুলাডাঙ্গা গ্রামে এক যুবকের ওষুধ আবিষ্কার
হোসেন বাবু নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ধুলা ডাঙ্গা গ্রামে মোহাম্মাদ মহসীন আলীর ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ (১৮)নামের ছেলেটি এক সাইন্সের ছাত্র।
সে করোনাকালীন এই সময় বাসায় বসে থাকাতে গবেষণা করতে করতে কিছু ওষুধ তৈরি করেন। ওষুধগুলো হল লিভার ক্যান্সার এবং জন্ডিসের।
তার ওষুধগুলো গ্রামের মানুষ খেয়ে দেখেছে তারা অনেকেই উপকার পেয়েছে।
তার প্রতিভাকে দেখে গ্রামবাসী হতবাক হয়ে পড়েছে। এ বিষয়ে গ্রামবাসীর কাছ থেকে কিছু জানতে চাওয়া হলে,গ্রামবাসীরা জানান যে ছেলেটা আগে ঘর থেকে বের হতো না বাসায় কি একটা করতো দেখে তার অনেক বন্ধু-বান্ধবরা তাকে পাগল মনে করতো।কিন্তু আসলে সে পাগল না।
বাসায় বসে থেকে থেকে এই ওষুধগুলো গবেষণা করে আবিষ্কার করেছে, এই পোরশায় তার প্রতিভা আসলেই তার বিশাল একটা অবদান।
হাবিবুল্লাহ এর কাছ থেকে জানতে চাওয়া হলে, তিনি জানান যে, আমার কাছে তেমন কোনো ওষুধ তৈরি করা সরঞ্জাম নাই, বা নির্দিষ্ট কোন স্থান নেই,,আমার কাছে যদি ভালো রকমের উন্নতমানের সরঞ্জাম থাকতো তাহলে আমি দেশের জন্য এর চেয়ে উন্নত ওষুধ তৈরি করতে পারতাম।
এবংদেশের মানুষের অনেক উপকারে আসতে পারতাম তাই গবেষণার জন্য একটি নিরিবিলি স্থান দরকার।সেটাও আমার নাই। ওষুধ গবেষণাগারের কাছে আমার অকুল আবেদন ওনারা যাতে আমার এই বিষয়টা খতিয়ে দেখেন।যোগাযোগের জন্য ফোন নাম্বার: ০১৭৮৪২১২৯৩৮
Leave a Reply