লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
: পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম লংগদু উপজেলাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে অভিযানে নামলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন।
উপজেলা পরিষদ ভবন, স্থানীয় বাজার, সড়কের পাশের ঝোঁপঝাড়, লঞ্চঘাটসহ মশার বাসস্থান এবং অপচনশীল আবর্জনা মুক্ত করতে বুধবার (২৮ জুলাই) সকালে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
লংগদু বাজার পরিচালনা কমিটির সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কের চারপাশ, নালা ও ড্রেনসমূহে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।
এছাড়া লঞ্চঘাট ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আবর্জনা মুক্ত করা হয়।বিশেষ করে ডাস্টবিন ব্যবহারে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে মাইকিং করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, বাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, লংগদু সদর ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক আহামেদ, ব্যবসায়ী খলিলুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, বর্ষার এ মৌসুমে চারপাশে মশার উপদ্রপ বেড়ে গেছে। মশা নিধনের জন্য চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। সবাই মিলে চেষ্টা করলে ছোট এ উপজেলাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর উপজেলা রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন,লংগদু বাজার পরিচালনা কমিটির মাধ্যমে আজকের এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হলো। উপজেলার সাতটি ইউনিয়নের সকল এলাকা, বাজার, সড়কের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply