বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
মরণফাঁদে যেন পরিনত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক। কিছুতেই থামছে সড়ক দুর্ঘটনা। গত ১ মাসে এ মহাসড়কে রেকর্ড পরিমাণ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে। সর্বশেষ সিলেট তামাবিল মহাসড়ক হরিপুর ৭ নং এলাকায় বাস টমটম সিএনজি দূর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের। শনিবার ২৩ শে এপ্রিল সিলেট তামাবিল মহাসড়কের নলজুরী মোকাম বাড়ী এলাকায় ট্রাক ডিআই পিকআপ ও টমটম দূর্ঘটনায় আবারো প্রাণ গেলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রকসু মিয়ার ছেলে রুহেল আহমেদ (১৪) এর,, মারাত্মক আহত অবস্থায় ২ জন কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে। শনিবার দুপুর ১.৪০ মিনিটে ঘটে এ দূর্ঘটনা প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় জাফলং মামার দোকান হইতে ভাংগাড়ী ভর্তি একটি ডিআই পিকআপ সিলেট অভিমুখে রওয়ানা হয়। পথিমধ্যে নলজুরী মোকাম বাড়ী নামক স্হানে আসা মাত্র বিপরিতমুখী ট্রাক ডিআই পিকআপ টি কে চাপ দিলে ডিআই পিকআপ টি রাস্তায় উল্টে যায়। এবং পাশে থাকা টমটম গাড়ীটিকে ধাক্কা দিলে সেটা ও উল্টে যায়। ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা ডিআই গাড়ীতে থাকা ৩ জন কে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাটায়।। এখানে কর্তব্যরত ডাক্তার একজন কে মৃত্যু ঘোষণা করেন। বাকি ২ জন কে সিলেট পাটানো হয়েছে।
Leave a Reply