আমজাদ হোসেন নওগাঁ, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিয়ম-নীতির তোয়াক্কা না করে, নওগাঁর মান্দায় জোকাহাটে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্যে ক্রেতাদের ক্ষুবের সৃষ্টি সৃষ্টি হয়েছে,প্রত্যেকটা গরু ছাগল সহ অন্যান্য পশু ক্রয়ের ক্ষেত্রে বেশি খাজনা নেওয়ার জন্য এই ক্ষুবের সৃষ্টি হয়েছে বলে জানাই গরু ছাগল ক্রেতারা । মান্দা উপজেলার জোকাহাটে সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙ্গিয়ে, সকল সাধারণ ক্রেতাদের চোখকে ফাঁকি দিয়ে এভাবে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে, ওই হাটের ইজারাদার আরিফুজ্জামান। সরেজমিনে দেখা যায়, রবিবার জোকাহাটে হাটে প্রতি গরুর জন্য ৫০০ টাকার পরিবর্তে ৮০০ / ৯০০ টাকা এবং প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ২০০ টাকার পরিবর্তে ৪০০/৬০০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতি গরু ৩০০/৪০০ টাকা বেশি এবং প্রতিটি ছাগল-ভেড়া ২০০/৩০০ /৪০০ টাকা জুর করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে জোকাহাট ইজারাদার আরিফুল ইসলাম এর বিরুদ্ধে । হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনা’র টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার লায়লা আনজুমান বানুর সঙ্গে কথা বললে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্য তালিকার বেশি কোন ইজারাদার হাটের অতিরিক্ত টুল নিতে পারবে না, অবশ্যই সরকার নির্ধারিত মূল্য তালিকা চাট টাঙ্গিয়ে হাট বাজার পরিচালনা করতে হবে।
Leave a Reply