মালয়েশিয়ায় করোনা সংক্রমণ রোধে আবারো কঠোর পদক্ষেপ গ্রহণ।
এসএম.বেলাল,মালয়েশিয়া থেকে:-
মরণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ রোধে আবারও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার।
কেএল,পুত্রাজায়া,সেলাঙ্গর, সাবাহ, জোহর, মালাকা, পুলাউ পেনাং ও লাবুয়ান অঞ্চলে সহ আবারো জারী করল ১৪দিনের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা সম্পূর্ণ নিয়ন্ত্রিত জীবনযাপন (এমসিও)।
আজ বিকাল ০৬ টায় টেলিভিশনে জাতির উদ্যেশে দেওয়া এক বিশেষ ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরী মুহিউদ্দিন ইয়াসিন।
গত মার্চ মাসে সরকার প্রথমে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ এবং পাশাপাশি পুলিশ অ্যাক্ট ১৯৬৭ এর অধীনে এমসিও আরোপ করে,
যা বিভিন্ন ক্রিয়াকলাপকে আচ্ছাদন করে।
এই আদেশের পরে ধর্মীয়, খেলাধুলা, সামাজিক এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্য সমস্ত গণ সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সুপারমার্কেট,পাবলিক মার্কেট এবং বিভিন্ন জিনিসপত্র এবং সুবিধামত দোকানগুলি যা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলি বিক্রি করে, এমন প্রতিষ্ঠান ব্যতীত সমস্ত উপাসনা ও ব্যবসায়ের জায়গা বন্ধ ছিল।
তবে, করুণা সংক্রমণ হ্রাস হওয়ার সাথে সাথে সরকার ধীরে ধীরে সমস্ত বিধিনিষেধ পর্যাক্রমে শিথিল করে এবং বেশিরভাগ শিল্প খোলার চেষ্টা করে এবং বেশিরভাগ সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয়।
শর্তসাপেক্ষ এমসিও,লক্ষ্যযুক্ত এমসিও এবং পুনরুদ্ধার এমসিওসহ বিভিন্ন ধরণের এমসিওর অধীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
কিন্তু সম্প্রতি তৃতীয় দফায় করোনা সংক্রমণে প্রতিদিনই আক্রান্ত’র সংখ্যা দুই হাজারের ও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
বর্তমানে এ সংখ্যা ৩হাজার ছাড়ানোর পর আবারও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার।
এমসিও চলাকালে গত বছরের মার্চের মতোই নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি অভিবাসী সহ এদেশের জনগণকে।
উল্লেখ্য,,
তৃতীয় দফায় করোনা সংক্রমণে বেশিরভাগই বিভিন্ন ফ্যাক্টরি ও নির্মাণ সাইটে কর্মরত অভিবাসী।
মূলত অভিবাসীদের এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে নতুন এ পদক্ষেপে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার শিল্প কারখানার মালিকদের একাধিক সংগঠন।
মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার ২২৪জন,
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫শত ৫৫জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১শত ১৫জন লোক।
শেষ খবর পাওয়া পর্যন্ত মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ২২৩২জন, মারা গেছে ০৪ জন ও সুস্থ্য হয়েছে ১০০৬ জন।
এ নিয়ে সারাদেশে মোট আক্রান্ত’র সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ২ শত চব্বিশ, মারা গেছে ৫শ ৫৫ এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১শত ১৫ জন লোক।
Leave a Reply