গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন লেগে দগ্ধ হয়ে চালক নিহত হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ধানভর্তি ট্রাকেও আগুন লাগে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন (৪৩) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ জেলার মহিচারণ গ্রামের প্রয়াত ইমান আলীর ছেলে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিয়া রাজ জানান, দ্রুতগামী ট্রাকটি মোটরসাইকেলের উপর উঠিয়ে দিলে প্রথমে মোটরসাইকেল এবং পরে ট্রাকেও আগুন লাগে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এস আই হাদিউল ইসলাম জানান, শনিবার ভোরে নিহত বিল্লাল বাড়ি থেকে ঢাকা যাচ্ছিল।
এ সময় গড়গড়িয়া মাস্টার বাড়ি অতিক্রম করার সময় ধান বোঝাই ট্রাকটি মোটরসাইকেলের উপর উঠিয়ে দিলে মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
উপ-পরিদর্শক আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply