মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
মুক্তি যুদ্ধের সূতিকাগার “খ্যাত” টাংগাইলের সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি/সাধারণ সম্পাদক গত (২৯ জুলাই) বৃহস্পতিবার, “মুক্তিযোদ্ধা সংসদ” সন্তান কমান্ড, এর সখিপুর পৌর শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন করেন। নব গঠিত কমিটিতে “মুক্তিযোদ্ধার” সন্তান মো. মোস্তাফিজুর রহমান কে আহবায়ক এবং আরও এক “মুক্তিযোদ্ধার” সন্তান মো. শফি আহমেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে সর্বমোট ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
“মুক্তিযোদ্ধা সংসদ” সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখা কমিটির সভাপতি হারুন আজাদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক তাদের উপর আরোপিত দায়িত্ব অনযায়ী নতুন এই কমিটি গঠন পূর্বক অনুমোদন করেন বলে জানান তারা।
কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিগত ১৫বছর যাবৎ মুক্তি যোদ্ধাদের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সকল প্রকার প্রোগ্রাম সহ দেশ জাতীর স্বার্থে এই কমিটি একযোগে কাজ করে থাকেন। ইতোমধ্যেেই কেন্দ্রীয় কমিটি সারাদেশে, জেলা ও উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৯জুলাই) সখীপুর উপজেলা কমিটি স্বাক্ষরিত, ৭১ সদস্য বিশিষ্ট পৌরশাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। এরই মধ্যে দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের সন্তান হিসেবে, তাদের অর্জিত স্বাধীনতার মান রক্ষায় আমাদের দায়িত্বও অনেক। বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের সকল চক্রান্ত রুখে দিতে, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারকে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত। মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কেন্দ্রীয় কমিটির যাবতীয় দিক নির্দেশনা বাস্তবায়নে আমরা সদা সচেষ্ট থাকবো বলেও তার বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সখীপুর উপজেলা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ বলেন,সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সখিপুর পৌরশাখার ৭১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি নতুন কমিটির সকলকে নিয়ে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে একযোগে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply