মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩০ জনের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাকি ৩০ জনের গণ জানাজা নামাজ পড়ানো হয়। যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পৌরসভার পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হবে।
জানাজা নামাজে উপস্থিতি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে
Leave a Reply