সোহেল মিয়া,দোয়ারাবাজার:
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
মঙ্গলবার সন্ধায় নসকস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফাজ্জল হোসাইনের পরিচালনায় নসকস কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নসকস সাবেক সভাপতি ও উপদেষ্টা মো: রফিজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নসকস সাবেক সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, রফিকুর রহমান,ইয়াকুব আলী, আব্দুল আউয়াল, আলাউর রহমান আলাল।
ঈদ আনন্দ ব্যক্ত করেন নসকস সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, সিনিয়র সদস্য ফখর উদ্দিন বাবুল, রুহুল আমিন। নসকস সদস্য আব্দুল মনাফ, আজিজুর রহমান অলিল, মকবুল হোসেন, আলিমুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হোসাইন আহমদ,এখলাছুর রহমান আবিদ, তেরাব আলী, আতিকুর রহমান বেলাল, শরীফুল আলম নেওয়াজ,হাফেজ মাহফুজুর রহমান মাহদী, সোহেল মিয়া ও মাওলানা রফিকুর রহমান মাহদী প্রমুখ।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা রফিকুর রহমান মাহদী।
পরিশেষে দেশ-বিদেশে অবস্থানরত নসকস সকল সদস্য, শুভাকাঙ্খী ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply