স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন প্রতিরোধ আইনে ২৫ জনকে ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । লকডাউন এর তৃতীয় দিন ৩ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহর সহ আলীপুর ও মহিপুর এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয় ।নিয়ম ভাঙ্গলেই করা হচ্ছে অর্থ দন্ড। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল । এ সময় লকডাউনের তৃতীয় দিনে কলাপাড়া পৌর শহরে সেনা বাহিনীর টহল ছিল,ছিল পুলিশ বাহিনী।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় উপস্থিত হন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান তিনি সকলের উদ্দেশ্যে বলেন বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হতে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে পথচারীসহ ২৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
Leave a Reply