কলুর বলদ আজিজুলের পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকৌশলী স্বাধীন
রাজিয়া সুলতানা, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় কাঠের ঘানিতে সরিষা মাড়াই করে জীবিকা নির্বাহ করা আজিজুল হক ও তার স্ত্রী আর্জিনা খাতুনের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর উপ প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান স্বাধীন। এসময় তিনি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। আজিজুল হক জলঢাকা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিরহাট পন্থাপাড়া গ্রামের মৃত কারী আব্দুল্লাহ মামুদের ছেলে। গত ১১মে সাংবাদিক মর্তুজা ইসলাম তার ফেসবুক আইডিতে “জীবিকা নির্বাহ” শিরোনামে স্বামী-স্ত্রীর ঘানি টেনে তেল মাড়াইয়ের ভিডিও পোস্ট করে। এই ভিডিও দেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর উপ প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান স্বাধীন কলুর বলদ আজিজুল হকের সাথে যোগাযোগ করেন এবং আজ শনিবার (১৫মে) সকালে তার বাড়িতে গিয়ে দেখা করেন। এসময় তিনি তার কথা শোনেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই প্রকল্পের অধীনে তাকে একটি বাড়ি করে দেওয়ার আস্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এছাড়াও তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এসমস্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। ঘানি টানা আজিজুল হকের সাথে কথা হলে তিনি জানান, এর আগে আমি দুইটি গরু সহযোগিতা পেয়েছি। ১মটা বড় মেয়ের বিয়েতে বিক্রি করেছি। পরে আরো একটা পেয়েছি সেটা গাভিন হওয়ায় কিছুদিন থেকে আমি সহধর্মিণী সহ ঘানি টানছি। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম।
Leave a Reply