মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার, জেলার কুলাউড়া উপজেলার আজ ১৭/৭/২০২১ তারিখ ভাটেরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাধানগর গ্রামের মৃত রমুজ উল্লার ছেলে হাজী মোঃতজমুল আলী (৭৫) কোভিড-১৯
(করোনা ভাইরাসের) উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই সিলেট ওয়েসিস হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা পরিক্ষায় কোভিড ১৯ পজেটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬-৩০মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিমের সদস্যরা উপজেলা নির্বাহি অফিসার এর নির্দেশে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে দাফনের প্রাথমিক কার্যক্রম শেষে রাত ১১ ঘটিকার সময় ভাটেরা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন সম্পর্ন্ন করেন।
এ নিয়ে কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিমের ২৬ তম দাফন সম্পর্ন্ন।
এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন।মৌলভী বাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।
বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়।
প্রয়োজনে যোগাযোগঃ
০১৭১১-৩৬৬১৩৩
০১৭৮২-১৫২৪৭০
Leave a Reply