কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের পক্ষ থেকে একটি দলীয় জনসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা তৃনমূল দলের সভাপতি ও পশ্চিম বাংলা র বিধায়ক জয়দেব হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বর্তমান বছরের প্রথম থেকেই আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কর্তৃক পশ্চিম বাংলা থেকে প্রায় চার শত চব্বিশ কোটি টাকা জি এস টি তুলেছে। কিন্তু তার ভাগ হিসেবে পশ্চিম বাংলা র মানুষ পায়নি এবং বঞ্চিত হয়েছে। পশ্চিম বাংলা র বিভিন্ন ক্ষেত্রে র বরাদ্দ টাকা দিনের পর দিন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তার সত্ত্বেও পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন জোয়ার তৈরি হয়েছে সারা রাজ্যের মধ্যে। সামনে লোকসভা র নির্বাচন তাই পশ্চিম বাংলা থেকে সাম্প্রদায়িক বি জে পি ও তার দোসর কে বিতাড়িত করার ডাক দেন সুন্দর বন জেলা কমিটির সভাপতি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন গায়েন বলেন যে, আগামী ১০ই, মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করতে সকলকেই ব্রিগেডের জনসভায় যেতে হবে। আগামী দিনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে বিপুল ভোটে জয়লাভ করাতে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করতে হবে। আজ এই জনসভায় ভাষণ দেন সুন্দর বন বিভাগের যুব তৃনমূল দলের সভাপতি ও জেলা খাদ্যের কর্মধক্ষ্য শ্রী বাপি হালদার। সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজি মোবারক আলী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড পরিবহন ও পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং ওয়াসিম হালদার এবং আনজুয়ারা বেগম ও মিরা মন্ডল ও উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তী এবং শ্রীমতী রাজন্যা হালদার এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রায়হান লস্কর ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদেক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের ছাত্র নেতা রায়হানা পারভীন। আজকের এই সভাটি পরিচালনা করেন উত্তর কুসুম অঞ্চলের সাবেক প্রধান ও তৃনমূল দলের অন্যতম নেতা কুতুবউদ্দিন লস্কর। এই জনসভায় কয়েক হাজার মানুষের ভীড় হয়।
Leave a Reply