কয়রায় বন বিভাগের অভিযানে
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ কাঠ উদ্ধার
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার জোড়শিং পাতাখালী এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় রাখা ২০ সিএফটি সুন্দরবনের অবৈধ কর্তন নিষিদ্ধ চেরাই ও গোল সুন্দরী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। জাানা গেছে, গত শুক্রবার বিকাল ৫ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম ও বজবজা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারাফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সকল কাঠ উদ্ধার করে। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply