মোঃখায়রুল ইসলাম হৃদয়.
গজারিয়া,(মুন্সিগঞ্জ)ঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি গ্রামীণ দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞতার ও কর্মপরিধির দিক থেকে বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একক বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান এটি। এমন বৃহত্তম প্রতিষ্ঠানের গজারিয়া উপজেলার তৃতীয় বারের মতো গজারিয়া উপজেলার বিআরডিবি র সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিকান্দার আলী । সকাল ১১ টায় গজারিয়া উপজেলার পল্লী উন্নয়ন ভবনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় বি.আর.ডি.বি নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিআরডিবি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। সুষ্ঠু ও নিরাপত্তায় পরিবেষ্টিত সুন্দর পরিবেশে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে ৪ জন প্রার্থী ২ টি পদে প্রতিদ্বন্দ্বীতা করে। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিকান্দার আলী ছাতা মার্কা ও মোঃ বাবুল আখতার মোল্লা চেয়ার মার্কা এবং সহসভাপতি পদে মোঃ হান্নান মোমবাতি মার্কা ও মোঃ শফিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষে ফলাফল প্রকাশ করা হয়। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা সিকান্দার আলী ৬১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আখতার মোল্লার প্রাপ্ত ভোট (২৯) থেকে ৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। অপরপক্ষে সহসভাপতি পদে মোঃ হান্নান ৪৬ ভোট পেয়ে প্রতিদন্দী প্রার্থী মোঃ শফিকুল ইসলামের (৪৫) থেকে ১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, ৯১ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করে।
Leave a Reply