মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ০৭ নং ওয়ার্ডের মোঃছয়জুদ্দিন বিশ্বাস ছজন এর পুত্র মোঃ রেজাউল বিশ্বাস (৩৪)কে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। উল্লেখ্য গত ২৭/০৭/২০২১ ইং তারিখ গলাচিপা থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীতে রেজাউল বিশ্বাস এর বাড়ি থেকে চোরাই ০২টি মহিষ ও ০১ গরু জব্দ করে। পুলিশের খবর পেয়ে গরু চোর সিন্ডিকেটের মূল হোতা রেজাউল বিশ্বাস পালিয়ে যায় এবং পুলিশ গরু উদ্ধার করে স্থানীয় দফাদার মোঃআজহার উদ্দিন এর কাছে জমা রাখেন।চোরকে ধরার জন্য দুই বার অপারেশন করার পরও পুলিশকে ফাকি দিয়ে চোর পালিয়ে যায়। অবশেষে গলাচিপা থানার এস আই উজ্জ্বল চক্রবর্তী এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সুকৌশলে ০৫/০৮/২০২১ ইং তারিখ গলাচিপা খেয়াঘাট থেকে আনুমানিক দুপুর ০৩ঃ৩০ মিনিটের সময় গরুচোর রেজাউল বিশ্বাস কে গ্রেফতার করে । চোরকে গ্রেফতার করায় নলুয়াবাগীর সুশীল সমাজ ও সাধারণ জনগন গলাচিপা থানা পুলিশকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। যে গরুটি পুলিশ উদ্ধার করে সেই গরুর মালিক খুঁজে পাওয়া যায় এবং তিনি বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে গলাচিপা থানার এস আই উজ্জ্বল চক্রবর্তি এর নেতৃত্বে গলাচিপা খেয়াঘাট থেকে গরুচোর রেজাউল বিশ্বাস কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।চোরের বিরুদ্ধে একটি মামলা হয়, যার মামলা নং ০৭। চোরচক্রের মূল হোতা করার জন্য আমরা চোরকে রিমান্ডে আনবো এবং আজকে চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। চোরের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশ সোচ্চার আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply