গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর সহায়তায় ও গলাচিপা স্কিল ল্যাব এর আয়োজনে মেধাবীদের শিক্ষা বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
২৭মার্চ বুধবার গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তন কক্ষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা গণিত উৎসব -২০২৩ এ সেরা ৭০ জন কৃতি শিক্ষার্থীদের প্রোগ্রামিং ওয়ার্কশপ আয়োজন করে তাদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
গলাচিপা স্কিল ল্যাবের স্বপ্নদ্রষ্টা ও গলাচিপা উপজেলা কল্যাণ ট্রাস্টের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী জেলা প্রশাসক মো.নূর কুতুবুল আলম শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক, পুরস্কার ও সনদ তুলে দেন এবং গলাচিপা স্কিল ল্যাব এর গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন,উপজেল আ’লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সর্দার মু.শাহআলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রেজাউল কবির,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো.ফোরকান কবির,অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান প্রমুখ।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ডাকুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কিল ল্যাবের সদস্য মো.নুরুজ্জামান মিয়া।
Leave a Reply